• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে করোনা পজেটিভ রোগীর পলায়ন বিপাকে প্রশাসন।


    মাহমুদ আরাফ মেহেদি, চট্টগ্রামঃ- চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকায় করোনা পজেটিভ খবর পেয়ে এক নারী রোগী আত্মগোপন করেছেন। ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছেন। ওই রোগীর বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

    এর আগে শুক্রবার (১ মে) রাতে এই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে করোনা রোগী দুই পুরুষের খোঁজ মিললেও নারীর খোঁজ মিলছে না।

    বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে বলা হয়েছে রাহাত্তারপুল এলাকায় ৩৪ বছরের এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। তবে বিস্তারিত ঠিকানা দেওয়া হয়নি। ওই নারীর একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।

    সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানার পর মোবাইলটি বন্ধ করে দিয়েছেন ওই নারী। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।


    প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২০