Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ করোনা আক্রান্ত দিনে ৩৮ রাতে ১১  দুপুরে চট্টগ্রামে করোনাভাইরাসের পরীক্ষাগার সিভাসুতে করোনা পজিটিভ রোগী মিলেছিল ৩৮ জন, রাতেই আবার আরেক পরীক্ষাগার বিআইটিআইডিতে থেকে আরও ১১ জনের শরীরে পাওয়া গেল করোনাভাইরাসের সংক্রমন।

  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১টি ২য় বার পরীক্ষায় পজিটিভ।

  শুক্রবার (৮ মে) রাত ১০ টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি দিগন্ত নিউজকে এ তথ্য জানান।

  তিনি বলেন, ‘বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ১২জনই চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার এবং অন্যজন ২জন লক্ষীপুর জেলার বাসিন্দা।


  চট্টগ্রামে ১১টি পজিটিভ (নতুন) এরা পটিয়া উপজেলা ১ জন, সাতকানিয়া উপজেলা (মাদারশ্যা) ১জন, ইপিজেড ১জন, কদমতলী ১জন, অক্সিজেন (মুরাদ নগর) ১জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ১জন, পার্ক ভিউ হাসপাতাল ১জন, পাহাড়তলী (বাচা মিয়া রোড) ১জন, হালিশহর ২জন, দেওয়ানহাট ১জন,

  এদের মধ্যে মহানগরে ৯জন, উপজেলায় ২জন। বাকী ১৬৯ টি নেগেটিভ।

  দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

  প্রকাশিত: শুক্রবার, ০৮ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad