• সর্বশেষ আপডেট

    ঢাবি জবির পর করোনার বিষাক্ত ছোবলে এবার বশেমুরবিপ্রবি

    ঢাবি জবির পর করোনার বিষাক্ত ছোবলে এবার বশেমুরবিপ্রবি

                                 
    বশেমুরবিপ্রবি ক্যাম্পাস:: করোনার বিষাক্ত ছোবলে পুরো পৃথিবী জুড়েই চলছে হাহাকার।বাংলাদেশেও ইতোমধ্যে এর প্রকোপ ছড়িয়ে পড়েছে। ঢাবি জবির পর এবার এই করোনার বিষাক্ত ছোবলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবার।

    বশেমুরবিপ্রবির ঐ শিক্ষার্থীর মা করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এবং ঐ শিক্ষার্থীর মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ দেখা দিয়েছে তার দুই বোনের মাঝেও।

    বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের তথ্য মতে শিক্ষার্থী তার নাম,বর্ষ ও বিভাগ পরিচয় প্রকাশে অনিচ্ছুক বলে জানা গেছে।

    শিক্ষার্থীর পরিবার আইইডিসিআরকে তার উপসর্গের কথা জানিয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থী ও তার পরিবারের নমুনা দ্রুত সংগ্রহ করতে আসবে বলে শিক্ষার্থী বশেমুরবিপ্রবি প্রেসক্লাব কে জানিয়েছেন।

    উল্লেখ্য এর আগে উক্ত শিক্ষার্থীর মা এর করোনা পজেটিভ আসায় তিনি বর্তমানে আইসোলেশনে আছেন।করোনার ছোবলে পরিবারসহ দুশ্চিন্তায় আছেন সেই  শিক্ষার্থী, গণমাধ্যমের মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন তিনি।


    প্রকাশিত: শুক্রবার, ০১ মে, ২০২০