• সর্বশেষ আপডেট

    আনোয়ারায় শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু, এলাকাজুড়ে করোনা আতংক

    এস, এম, সালাহ্উদ্দীন, আনোয়ারাঃ- চট্টগ্রামে আনোয়ারা উপজেলা ৬নং বারখাইন ইউনিয়নে ৪নং ওয়ার্ডে শিলাইগড়া গ্রামের শরীফ মোহাম্মদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, ওই যুবক গ্রামে একটি চায়ের দোকান করতো। রবিবার সকালে দোকানে থাকা অবস্থায় শ্বাসকষ্ট ও গলাব্যাথা অনুভব হলে বাড়ীতে চলে যাই। পরে ব্যাথা ও শ্বাসকষ্ট আরো বেড়ে গেলে তাকে দ্রুতচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসোলেশন নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শরীফ মোহাম্মদ শিলাইগড়া গ্রামের রাজা মিয়ার রাড়ীর মৃত আবুল কালামের ৪র্থ পুত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে করোনা আতংক সৃষ্টি হয়।


    মৃত্যুর খবর পেয়ে রাতেই উপজেলা প্রসাশনের একটি টিম ঐ বাড়িতে গিয়ে খোজঁ খবর নেন এবং আশে পাশের বাড়িগুলোকে সাময়িকভাবে লকডাউন করে দেন। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, সতর্কতা হিসাবে রাতেই ওই যুবকের গ্রামের বাড়ির আশে পাশের বাড়িগুলোকে সাময়িকভাবে  লকডাউন করা হয়েছে। এখান থেকেকেউ ঢুকতে পারছে না, বেরও হতে পারছে না।  পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রিপোর্ট পজেটিভ আসলে পুরো গ্রাম লকডাউন করা হতে পারে। আর নেগেটিভআসলে লকডাউন প্রত্যাহার করা হবে। আপাতত গ্রামে মানুষের যাতায়াত-চলাচল সীমিত করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে রবিবার রাতেই আমি,  ওসি, নিবার্হী ম্যাজিস্ট্রেট (ভূমি) সহ উপজেলার একটি টিম ঔ এলাকায় গিয়েছি।সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) রাত্রের দিকে বিআইটিআইডি থেকে রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০