• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহে থেকে গার্মেন্টস কর্মীদের স্রোত আজও যাচ্ছে ঢাকার দিকে।


    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- ময়মনসিংহ নগরী থেকে ৮/১০ কিলোমিটার পায়ে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দিগারকান্দা, শিকারীকান্দা এলাকায় গিয়ে ট্রাক, পিকআপ, অটোরিকশা, সিএনজি অটোরিকশায় করে ঝুঁকি নিয়ে ঢাকা যাচ্ছেন হাজার হাজার মানুষ। আবার যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই ঢাকার দিকে রওয়ানা দিয়েছেন।

    শ্রমিকরা জানান, ৫ তারিখ থেকে গার্মেন্টস খোলা। আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। সে কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করেই রওনা হয়েছেন তারা।

    যেতে না পারলে চাকুরি চলে যাবে বলে জানান তারা। তবে সরকারী-বেসরকারী অফিসে ছুটি থাকলেও তাদের ছুটি না থাকায় ক্ষুব্ধ তারা।

    ময়মনসিংহ সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মাসুদ রানা জানান, শুক্রবার থেকে হাজার হাজার মানুষ স্রোতের মতো ঢাকার দিকে যাচ্ছে। আজ শনিবারও একই অবস্থা।
     মহাসড়কে মানুষের ঢল নেমেছে। যানবাহন না পেয়ে হেঁটেই যাচ্ছেন অনেকে। অনেকটা আতঙ্ক আর ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে বলে জানান রাজধানীমুখী মানুষ।


    প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২০