• সর্বশেষ আপডেট

    আউটশাহীতে ৮০০ হতদরিদ্র পরিবারের পাশে আতিকুর রহমান শিল্পী


                          
    রনি শেখ, টঙ্গীবাড়ী ( মুন্সীগঞ্জ)::   পুরো পৃথিবী যখন নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত  তখন সমগ্র বাংলাদেশের ন্যায় আউটশাহী ইউনিয়নের সাধারণ মানুষও  অসহায় হয়ে পড়েছে  আর তখনই মানবতার হাত বাড়ীয়ে  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিল্পী তার নিজ অর্থায়নে আউটশাহী ইউনিয়নের ৮০০ (আটশত) দুস্থ, অসহায়  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । 

    এসময়  তিনি  প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি পিয়াজ, ১ কেজি মসুরের ডাল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি লবন, ১টি সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় খাবার সমগ্রী দিয়ে সহায়তা করেন। 


    জানাগেছে আতিকুর রহমান শিল্পী তার ব্যাক্তিগত অর্থায়নে আউটশাহী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক যুবলীগ, ছাত্রলীগ,সাবেক ওয়ার্ড মেম্বার ও বর্তমান ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। 

    স্হানীয় সূত্রে জানা গেছে  আতিকুর রহমান শিল্পী টঙ্গীবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ও পরোপকারী, সমাজ সেবক একজন মানুষ। 

    খাদ্য সামগ্রী সহায়তার বিষয়ে জানতে চাইলে, আতিকুর রহমান শিল্পী বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ গুলো ঘর বন্দি হয়ে আছে, কাজ করতে পারছে না তাই আমার ইউনিয়নের মানুষের  পাশে মানবতাবোধ থেকেই দাড়িয়েছি।    

    আমি যদি খেয়ে থাকি তাহলে  আমার ইউনিয়ন তথা আউটশাহী ইউনিয়ন এর মানুষও খেয়ে থাকবে কোন মানুষ অনাহারে  কস্ট করবে না।


    প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২০