• সর্বশেষ আপডেট

    রামুর ঈদগড়ে দুটি বাড়ি লকডাউন


     হামিদুল হক,রামু প্রতিনিধিঃ রামু উপজেলার ঈদগড়ে দুইটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। ওই দুই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার বিধিনিষেধ আরোপ করে নজরদারিতে রেখেছে আইনশৃংখলা বাহিনী। রবিবার (২৫ এপ্রিল) সকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সেলিম চট্টগ্রাম থেকে আসা ঈদগড় ইউনিয়নের ছগিরা কাটা গ্রামের মোঃ শাহজান ও নুরুল আজিমের বাড়ি লকডাউন করেছে।

    এসআই সেলিম জানান,শাহজান ও নুরুল আজিম নামের দুই ব্যক্তি চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে আসায় সন্দেহজনক কারণে বাড়ি দুইটি  লকডাউন করা হয়েছে। তাদেরকে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহামদ ভুট্টো খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন। দুই বাড়ির লোকজনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহামদ ভুট্টো, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান,সাংবাদিক হামিদুল হক।



    প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০