• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহের নান্দাইলে ১০ টাকা কেজির ২৪ বস্তা চাল পাচারকালে চালসহ বেপারি আটক


    মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার ১৩ এপ্রিল সন্ধ্যায় নান্দাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্ডিপাশা মোড় বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা  কেজি চালের ১২০০ শত কেজি চালের ২৪  বস্তা চাল পাচারকালে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে জনতা আটক করে।ঘটনার বিবরণে জানা গেছে, একটি টমটম বোঝাই করে নান্দাই সদরের দিকে পাচারের সময় পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিনের চোখে পড়লে তিনি চন্ডিপাশা চৌরাস্তা বাজারে চাল বোঝাই টমটমকে আটক করেন এবং চ্যালেঞ্জ করেন।পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রহিম সুজনকে অবহিত করলে,তিনি খবর পেয়ে আইন শৃংখলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রূত পৌছেন এবং চাল জব্দ করে থানায় নিয়ে যান।সাথে টমটমের চালক মুজিবুর(৪০) কে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।আটক মুজিবুর ঘোষপালা গ্রামের আব্দুর রহিমের পুত্র বলে  জানা গেছে।এব্যাপারে উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ আব্দুর রহিম সুজনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সততা স্বীকার করে জানান,চাল জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত অাইনে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে চাল আটককারি কাউন্সিলর শাহ আলম মাহিন জানান, চালের টমটম দেখে আমার সন্দেহ হয় তখন আমি আমার লোকজন নিয়ে আটক করি এবং উপজেলা নির্বাহি অফিসার মহোদয়কে অবহিত করি তখন তিনি ঘটনাস্থলে এসে চাল জব্দ করে থানা পুলিশের নিকট তা সোর্পদ করেন।

    প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০