• সর্বশেষ আপডেট

    কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের ৮০টি বাড়ি লকডাউন।


    হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সদর উপজেলায় বেলগাছা ইউনিয়নে নতুন করে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস পজেটিভ ফলাফল পাওয়ায় ঐ ব্যক্তির বাড়ির আশেপাশের ৮০টি বাড়ি অনানুষ্ঠানিক ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ভাইরাস যাতে অন্য এলাকায় না ছড়াতে পারে সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তারা জানান।আক্রান্ত ঐ ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত বলে জানায় তারা।

    কুড়িগ্রাম সিভিল সার্জনের অফিস সূত্রমতে, এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৪ জনের।আজ ১৯জনের সহ মোট ফলাফল এসেছে ১৭৫ জনের। এদের মধ্যে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত।তারা স্বস্ব উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে রয়েছে।তাদের দুইজনের অবস্থার উন্নতির কথা জানা গেছে।

    এছাড়াও গতকাল ১৯ এপ্রিল জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।খবর পাওয়ার পর মৃত ব্যক্তি সহ ঐ পরিবারের ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০