Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  টঙ্গীবাড়ীতে সরকারি রাস্তার গাছ কাটল সাবেক ছাত্রদল নেতা | Digonto News BD


  মুন্সীগঞ্জ প্রতিনিধি::  টঙ্গীবাড়ীতে সরকারি রাস্তার একটি গাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার  বিরুদ্ধে।

  উপজেলার খিলপাড়া গ্রামের জাবেদ ঢালীর ছেলে শামীম ঢালীর বিরুদ্ধে এ অভিযোগ। সে বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। 

  সরেজমিনে গিয়ে আশপাশের লোকজনের সাথে কথাবলে জানা যায়, সোনারং মহিলা মাদ্রাসা হতে দক্ষিন বেতকা নতুন বাজার রাস্তার, সোনারং মহিলা মাদ্রাসা সংলগ্ন জাহাঙ্গীর ঢালীর দোকানের পাশে একটি চালতা গাছ কেটে ফেলা হয়েছে এবং গাছ কেটে ওই গাছের গোড়া ঢেকে রেখেছে অভিযুক্ত ওই ব্যক্তি যাতে করে পথচারীদের চোখে না পড়ে । 

  করুনা ভাইরাস এর কারনে মানুষ যখন ঘর থেকে বাহির হতে পারে না এই সুযোগ নিয়েই সে রাস্তা ফাঁকা পেয়ে গাছটি কেটে ফেলেছে বলে জানিয়েছেন নাম জানাতে অনিচ্ছুক ব্যাক্তি। 


  গাছ কাটার ব্যাপারে অভিযুক্ত শামীম ঢালীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে সে বলেন, আমার এখানে একটি গাছ কাটা হয়েছে।আপনি আসেন সাক্ষাতে আপনার সাথে কথা বলি। 

  এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সাথে কথা হলে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।


  প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

  Post Top Ad