• সর্বশেষ আপডেট

    করোনা উপসর্গ গোপন করেই হাসপাতালে যাচ্ছেন অনেকেই


    জয়নাল আবেদীন জিহান,ঝিনাইগাতী,শেরপুর:: শেরপুরে ২জন মেডিকেল অফিসার সহ সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী করোনায় আক্রান্ত। ধারনা  করা হচ্ছে লোকজন করোনা উপসর্গ গোপন করেই হাসপাতালে যাচ্ছে  বিভিন্ন রোগের চিকিৎসা নিতে। 

    এছাড়া নতুন করে অাক্রান্তদের মধ্যে  রয়েছে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ জনাব অাবু বক্কর সিদ্দিক। পুলিশ সুপার জানান আইসোলেশনে রাখা হয়েছে উনাকে এবং থানার সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

    নকলা হাসপাতালের ২জন মেডিকেল অফিসার আক্রান্ত হওয়ায় সাময়িক স্থগিত রাখা হয়েছে হাসপাতালের কার্যক্রম। 
    শেরপুর সদর হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার, সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী আক্রান্ত হওয়ায় লক ডাউন করা হয় হাসপাতাল।  আজ সকাল ১০টায় হাসপাতাল জীবাণুমুক্ত করার পর অাবার খুলে দেওয়া হয় সাধারনের জন্য৷

    ২৪ ঘন্টায় নতুন করে ৬জন সহ জেলায় মোট অাক্রান্তের সংখ্যা ১৫।  শেরপুর সদরের ৫জন, নকলা ২, নালিতাবাড়ী ১, ঝিনাইগাতী ৫ ও শ্রীবরদী উপজেলায় ২জন।


    প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০