Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ময়মনসিংহের নান্দাইল হাসপাতালের দুই নারী কর্মীর করোনা শনাক্ত


  মোঃ ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহ:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এই প্রথম দুই নারী কোভিড-১৯ পজেটিভ হয়েছে বলে রোববার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ব্যাপকহারে ভাইরাল হতে দেখা যায়।প্রকৃত পক্ষে রোববার ১৯ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বমোট ৭০ টি স্যাম্পল এর টেস্ট করা হয়েছে।

  যার মধ্যে ১৯ টি স্যাম্পল COVID19 পজিটিভ এসেছে। যার মধ্যে, ময়মনসিংহ ১২ জন (সদরে ৪ জন,মুক্তাগাছা ২ জন,নান্দাইল ২ জন,ভালুকা ১ জন,ঈশ্বরগঞ্জ ১ জন,ফুলপুর ১ জন,হালুয়াঘাট ১ জন) শেরপুর ২ জন(নকলা), জামালপুর ১ জন, কিশোরগঞ্জ ২ জন(তাড়াইল), টাংগাইলে ২ জন।


  নান্দাইলে আক্রান্ত দুই নারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন হাসপাতালের সিনিয়র নার্স অপর জন স্বাস্থ্যকমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার বলে জানা গেছে।তাদের একজনের বাড়ি নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে অপরজনের বাড়ি পাশ্ববর্তী উপজেলার ঈশ্বরগঞ্জের মাইজবাগে অবস্থিত। এব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যকমপ্লেক্সের প্রতিক্রিয়া জানা যায় নি।


  প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২০

  Post Top Ad