• সদ্যপ্রাপ্ত সংবাদ

    ময়মনসিংহে দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করল ছেলে


    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়  দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের চকপাটুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল খালেক (৬৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

    এ ঘটনায় খালেকের ছেলে অভিযুক্ত লিটন ওরফে মুল্লেকে (৩৫) আটক করেছে পুলিশ। লিটন ‘মাদকাসক্ত’ ও কিছুটা ‘মানসিক ভারসাম্যহীন’ বলে জানিয়েছে পুলিশ।

    ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, লিটনের তার সঙ্গে তার বাবার সম্পর্ক ভাল ছিল না। লিটন কোনো কাজ না করে শুধু বাইরে ঘুরে বেড়াতো। সেজন্য তাকে প্রায়ই বকাবকি করতেন বাবা। এর জেরে লিটন তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লিটন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে বেলা ১২টার দিকে ভালুকা উপজেলা থেকে তাকে আটক করা হয়।

    তিনি আরও জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০