Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  বেনাপোলে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক বকুল মাহবুব | Digonto News BD


  রাশেদুল ইসলাম, বেনাপোল:: দিন যতই অতিবাহিত হচ্ছে ততই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে বাংলাদেশে। প্রাণঘাতী  এ করোনা প্রতিরোধে নিজ উদ্যোগে  গৃহবন্দী বেনাপোলের পুটখালী ইউনিয়নের ৬ টি গ্রামের অসহায় দিনমজুরের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেনাপোলের বিশিষ্ট সাংবাদিক বকুল মাহবুব।

  আজ মঙ্গলবার  সকালে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাংবাদিক বকুল মাহবুব " দৈনিক মানবকন্ঠের  " বেনাপোল প্রতিনিধি ফারুক হাসানের মেজো  ভাই । 


  এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য বিতরণে সহযোগিতা করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক নাদির হোসেন,ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাফিজুর রহমান,হাবিবুর রহমান প্রমুখ। সাংবাদিক বকুল মাহবুব বলেন, সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী গ্রামের মানুষ প্রত্যেকে ঘরের ভিতর থাকছে । 

  তাই বিবেকের তাড়নায় নিজ উদ্যোগে  ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী , আলু,তৈল, ডাউল,পেঁয়াজ বিতরণ করা হয়েছে। দেশের চলমান দূর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত তা বিতরণ অব্যাহত থাকবে। এসময় তিনি সমাজের বিত্তশালীদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। 


  প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

  Post Top Ad