• সর্বশেষ আপডেট

    ভারতে রাষ্ট্রপতি ভবনে করোনা, কোয়ারেন্টাইনে শতাধিক ব্যক্তি | দিগন্ত নিউজ


                          
    ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। এমন সংবাদ প্রকাশ করছে এনডিটিভি।

    রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতা কর্মীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখার খবর এসেছে। তবে কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়া অন্য কারও দেহে ভাইরাস পাওয়া যায়নি।

    জানা গেছে, আপাতত রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে কর্মরত প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। প্রায় দিন চারেক আগে রাষ্ট্রপতি ভবনের ওই সাফাই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানা গেছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০