• সদ্যপ্রাপ্ত সংবাদ

    বগুড়ায় নতুন করে আরো দুইজন করোনা আক্রান্ত


                     
    মনিরুজ্জামান,বগুড়া:: বগুড়ায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।


    বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্ত  দুইজন ব্যক্তিই পুরুষ ও তাদের দুজনের বাড়িই বগুড়া সদরে। আক্রান্ত ব্যক্তির একজনের বাড়ি বগুড়া সদরের চেলোপাড়া ও অপরজনের বাড়ি বগুড়া সদরের চকফরিদ এলাকায়।


    বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, বগুড়া চেলোপাড়ার আক্রান্ত ব্যক্তিটি বগুড়া থেকেই আক্রান্ত হয়েছে। কিন্তু তিনি কীভাবে আক্রান্ত হলেন এ নিয়ে এখনো তদন্ত চলছে। আক্রান্ত ব্যক্তিটি জানিয়েছেন তিনি একজনের বাড়িতে কাজ করতেন। অপরদিকে চকফরিদের আক্রান্ত ব্যক্তিটি ৫ দিন আগে ঢাকা থেকে বগুড়া এসেছে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে আক্রান্ত হয়েই তিনি বগুড়া এসেছেন। চকফরিদের আক্রান্ত ব্যক্তিটি ঢাকাতে মুরগির ব্যবসা করেন। আক্রান্ত দুজন ব্যক্তির বাড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে।


    প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০