• সর্বশেষ আপডেট

    বাসে-ট্রেনে চড়লে ভাড়া দিতে হবে না যে দেশে


    লুক্সেমবার্গে এবার থেকে বাস, ট্রেনে চড়লে আর কোনও ভাড়া দিতে হবে না। সবার জন্য গণ পরিবহণ ব্যবস্থা ফ্রি করে দিল সে দেশের সরকার। রাজধানী লুক্সেমবার্গ সিটিসহ দেশের সব সড়কে তীব্র যানজট কমানোর লক্ষ্যে শনিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিশ্বে এমন সিদ্ধান্ত এই প্রথম।

    সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সরকারের ভাবনা, যদি দেশের বেশিরভাগ মানুষ নিজেদের গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবস্থা ব্যবহার করেন, তবে রাস্তায় জ্যাম অনেক কমে যাবে। এ প্রসঙ্গে সরকারের তরফে একটি হিসেব পেশ করে দাবি করা হয়েছে, প্রতিদিন যদি কেউগণ পরিবহণ ব্যবস্থা ব্যবহার করেন, তবে তিনি বছরে ১১০ ডলার বাঁচাতে পারবেন।

    গণ পরিবহণের বেশির ভাগ ব্যবস্থাই বিনামূল্যে হলেও কিছু ক্ষেত্রে অবশ্য আগের মতোই ভাড়া দিতে হবে। যেমন ট্রেনের প্রথম শ্রেণি ও রাতের কিছু বাস সার্ভিস ফ্রি করা হয়নি বলে জানানো হয়েছে।

    ২০১৮ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছে, লুক্সেমবার্গের বেশির ভাগ মানুষ ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন। বাসে মাত্র ৩২ শতাংশ ও ট্রেনে ১৯ মানুষ যাতায়াত করেন বলে জানিয়েছে এএফপি।

    gifs website


    প্রকাশিত: রবিবার, ০১ মার্চ, ২০২০