Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নিজ ভাইয়ের সঙ্গে সারার আপত্তিকর ছবি ভাইরাল, সামাজিকমাধ্যমে তুলোধুনা| Digonto News BD  সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের নিজ ভাইয়ের সঙ্গে রঙবেরঙের একটি ছবি ভাইরাল হয়েছে। ছোট ভাই ইব্রাহিম খানের জন্মদিন উপলক্ষে ছবিটি শেয়ার করেছিলেন তিনি।

  ভারতীয় গণমাধ্যম এন্ডিটিভি'র খবরে বলা হয়েছে, সারার ভাই ইব্রাহিম খান ১৯ বছরে পা দিয়েছে। তাই জন্মদিনে ভাইয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন অভিনেত্রী। যে ছবিতে রঙবেরঙের বিকিনিতে দেখা যায় সারাকে।

  সারা ও তার ভাইয়ের ছবিটি মালদ্বীপ তোলা। মালদ্বীপে সমুদ্র সৈকতে তোলা ভাইবোনের ‘অশ্লীল’ ছবিটি শেয়ার করার পর নেটিজেনতা সামাজিকমাধ্যমে তাকে তুলোধুনা করছে। কেউ কেউ তাকে লাজলজ্জাহীন নারী বলে কটাক্ষ করতে শুরু করেন। কেউ কেউ বলতে শুরু করেন, লজ্জা কি বিক্রি করে দিয়েছেন সারা?

  অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, ভাইয়ের সঙ্গে এমন আপত্তিকর ছবি কে পোস্ট করেন? কেউ আবার সারার ধর্ম নিয়েও তুলতে শুরু করেন প্রশ্ন। ভাইবোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছেন সারা।

  এই নারীর ডুবে মরে যাওয়া উচিত বলেও কেউ কেউ আক্রমণ করতে শুরু করেন অভিনেত্রীকে। তবে শত সমালোচনার মুখেও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সারা আলী খান।


  প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২০

  Post Top Ad