• সর্বশেষ আপডেট

    হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দুই বিদেশিকে পুশব্যাক


    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই বিদেশিকে নাগরিককে নিজ দেশে পুশব্যাক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের ওই দুই নাগরিককে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    মঙ্গলবার (১৭ মার্চ) সকালে  বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার ৩১শে মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। এই দুই নাগরিক গতকাল দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। তাই তারা যে বিমানে এসেছে সেই বিমানেই তাদের ফেরত দেয়া হয়েছে।

    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৩১শে মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়া ইউরোপ থেকে কোনো যাত্রী (যুক্তরাজ্য বাদে) এলেও তাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, সোমবার দুপুর ১২টা থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশ গ্রহণ করবে না।

    তিনি বলেন, এক্ষেত্রে এয়ারলাইন্সগুলো যদি এসব দেশের যাত্রী নিয়ে আসেন, তাহলে তারা নিজ খরচে আবার ফেরত নেবেন।


    প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০