• সর্বশেষ আপডেট

    গবেষণা করাই নয়, গবেষণালব্ধ জ্ঞান মানুষের জীবনমান উন্নয়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী


    শুধু গবেষণা করাই নয়, গবেষণালব্ধ জ্ঞান মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি জনগণকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ পরামর্শ দিয়েছেন তিনি।

    গবেষণায় উচ্চশিক্ষা গ্রহণের পর, ডাটাবেজ করে তাদের পরবর্তী কাজের মূল্যায়ন করার নির্দেশনা দেন তিনি।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে নবম শ্রেণিতে নয়, উচ্চ মাধ্যমিকে গিয়েই শিক্ষার্থীরা বিভাগ আলাদা করার সুযোগ পাবে। এর আগে সব শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয় পড়ার সুযোগ উন্মুক্ত থাকবে।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২০