• সর্বশেষ আপডেট

    ৪শ বছরের পুরানো শ্রী শ্রী বরদেশ্বরী মন্দিরের পুন:নির্মাণ কাজের উদ্বোধন


    কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে ৪০০শ বছরের পুরানো শ্রী শ্রী বরদেশ্বরী কালি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার দুপুরে মন্দির প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি ও আ'লীগ নেতা  বিশ্বজিৎ সরকার বিষুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নারায়ন দেব নাথ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, শ্রীকাইল কলেজের প্রাপ্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা পুজাঁ উদযাপন কমিটির সভাপতি নিত্য নন্দন রায়, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

    প্রদীপ আচার্য্যের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কুমিল্লা উঃ জেলা আ'লীগ নেতা  মুক্তিযোদ্ধা হানিফ মিয়া সরকার, শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, পূর্বধইর ইউপি চেয়ারম্যান অধ্যাপক বন কুমার শিব, উপজেলা উদ্ভিদ উপ-সহকারী অফিসার প্রদীব কুমার সাহা, মুসলেহ উদ্দিন মাস্টার, আউয়াল সওদাগর, আব্দুস সাত্তার, নিজামুল হক মাস্টার, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ,  শুকলাল দেবনাথ, লিটন রক্ষিত, নারায়ন সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী জিসু,  সুমন সরকার, শ্যামল কর, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা মোঃ ইব্রাহিম, ইকবাল বাহার, কমল সরকার, শ্রীকাইল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, ইউপি সদস্য বাকিছ মিয়া, জামাল হোসেন, সাগর সরকার, মোঃ সুজন, শ্রীকাইল কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিব,  সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমূখ।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: মন্দির পুনঃনির্মাণ কাজের সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং নিতি নিজেও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আগামী এক বছরের মধ্যে আধুনিক ডিজাইনে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ প্রকাশ করেন।

    শ্রীকাইল গ্রামের  বরদেশ্বরী মন্দির ও জায়গা সম্পত্তি নিয়ে দীর্গদিন যাবত সেবায়েত পবিত্র কুমার চক্রবর্তীর পরিবারের সাথে মামলা বিদ্যামান থাকায় এই মন্দির সংস্কার কাজ করা সম্ভব হয়নি বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

    উল্লেখ্য: প্রায় চারশত বছরের প্রচাীন ঐতিহ্যবাহী এই মন্দিরটি পবিত্র কুমার চক্রবর্তীর বংশগত ভাবে সেবায়তের দায়িত্ব পালন করছেন বলে দাবি করে আসছেন।

    বর্তমানে অধুনিক ডিজাইনে মন্দির কমপ্লেক্স পুনঃনির্মাণ কাজে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ  সভাপতি ও বিশ্বজিৎ সরকার বিষুকে সাধারণ সম্পাদক করে পুনঃনির্মাণ কাজ শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে বক্তব্যে জানাযায়।

    কুমিল্লা উঃ জেলা প্রতিনিধিঃ রাজীব ইমাম
    প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০