ময়মনসিংহের নান্দাইলে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠীত
মোঃ ফজলুল হক ভুঁইয়া,ময়মনসিংহ :: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অাচারগাঁও ইউনিয়নের সিংদই খালপাড় বাজারের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মঙ্গলবার বিকাল সারে ৪ ঘটিকার সময় সিংদই গ্রামের লোকজনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে হাসেম উদ্দীন তাঁর বক্তৃতায় বলেন, এলাকার ফিরোজ গংরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাশিদ গংদের বিরুদ্ধে স্থানীয় পত্রিকাসহ অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার করায় এমনকি ৭০ বছরের বৃদ্ধকেও সংবাদে সন্ত্রাসী হিসাবে উল্লেখ করা হয়। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে অাজকের এই মানববন্ধন। মানববন্ধনে আরো বক্তব্য দেন অাব্দুর রশিদ ফকির,আঃ মোতালিব, জিলু ফকির, রেনু ফকির,রফিকুল ফকির, খালেক ফকির, কালাম ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অারো বলেন, জমি জিরাত নিয়ে দুপক্ষের মাঝে মামলা মোকাদ্দমা চলমান বিষযটা ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্রকারিরা মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। বক্তারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২০