• সর্বশেষ আপডেট

    কুয়েতে প্রবেশে বাংলাদেশিদের করোনা পরীক্ষা দিতে হবে | Digonto News BD


    করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কুয়েত। আগামী ৭ মার্চের পর থেকে দেশটিতে ঢুকতে ১০টি দেশের নাগরিকদের করোনা ভাইরাসের বিষয়ে মেডিকেল পরীক্ষা দিতে হবে।

    কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃক ঘোষিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত দেশগুলো হচ্ছে, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া ও লেবানন।

    উক্ত বিজ্ঞপ্তিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত আগমণেচ্ছুক ব্যক্তিকে করোনাভাইরাস মুক্ত নিশ্চিত করেই কুয়েতে প্রবেশের নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন।

    এক্ষেত্রে কুয়েতের সিভিল এভিয়েশন জানিয়েছে, পিসিআর পরীক্ষাটি অবশ্যই (বাংলাদেশীদের জন্য) বাংলাদেশের কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে হতে হবে।

    সংশ্লিষ্ট এ বিভাগটি আরো জানিয়েছে, করোনাভাইরাস মুক্ত সার্টিফিকেট ব্যতীত যারা কুয়েতে প্রবেশের চেষ্টা করবেন, তাদেরকে ফিরতি ফ্লাইটে দেশে পাঠিয়ে দেয়া হবে।

    উল্লেখ্য, আগামী ৮ই মার্চ থেকে (পিসিআর) পরীক্ষার মাধ্যমে কুয়েত প্রবেশের এ নিয়মটি কার্যকর হতে যাচ্ছে।


    প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২০