• সর্বশেষ আপডেট

    জিইসীতে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পন্য মেলা উদ্বোধন


    দেশীয় কুটির শিল্পের বিকাশে ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরার লক্ষ্যে জিইসীতে উদ্বোধন হলো ৩দিন ব্যাপী ‘স্প্রিংকার্ণিভাল’। জিইসি মোড়ে সরাই রেষ্টুরেন্ট (এলিটগ্যালারীয়) ভেন্যুতে শুক্রবার (১৩  মার্চ) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন  করেন লায়ন্স জেলা গর্ভনর লায়ন কামরুন মালেক। আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন এ এন্ড এস বিজন্যাস কমিউনিকেশনের এডমিন  সায়মা সুলতানা, রাশেদা বেগম শিমু, আনিকা  তাবাস্সুম, তানজিনাআরশি, সাজ্জাদ হোসেন, ফরহাদ সিরাজ সানজি।

    রাইজিং   স্টারের   প্রেসিডেন্ট   ইলিয়াছ   রিপনের পরিচালনায় বিশেষ   অতিথি   হিসেবে   উপস্থিত  ছিলেন   বিজিএমই’রডিরেক্টর এস এম আবু তৈয়ব, লায়ন্স  জেলা কেবিনেটসেক্রেটারী জি.কে লালা, ট্রেজারার আশরাফুল আলম আরজু,উইম্যান  চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা, ডিরেক্টর সুলতানা নুরজাহান রোজী, লায়ন্সএ্যামিয়েবল রোজ গার্ডেনের প্রেসিডেন্ট শাহেলা আবেদীন, ইনার   হুইল   ক্লাব   অব  অনন্যার   নাজমা   আক্তার,চার্টার প্রেসিডেন্ট শাফকাত আক্তার, চাটগাইয়া বুলেটেরএডমিন আসিফ আহম্মেদ শোভন। এতে ঢাকা ও চট্টগ্রামের ডিজাইনারদের তৈরি প্রতিষ্ঠিতব্যান্ডের পোশাকের ৩০টি স্টল রয়েছে। সকলের জন্য উন্মুক্ত এইমেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত  ১০টা পর্যন্ত বিকিকিনি চলবে।

    ক্যাপশন : নারী উদ্যোক্তাদের মেলা উদ্বোধন করছেন লায়ন্স জেলাগর্ভনর লায়ন কামরুন মালেকনিবেদক রাশেদা আক্তার শিমু এ এন্ড এস বিজন্যাস কমিউনিকেশন।

    প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০