• সর্বশেষ আপডেট

    করোনা আতঙ্কে ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেল | Digonto News BD




    করোনা আতঙ্কে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেল। বুধবার (১১ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    মঙ্গলবার (১০ মার্চ) প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাড়তি সতর্কতা হিসেবে রাতে কমিটির এক জরুরি বৈঠকে মাহফিল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

    তেওতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল। মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের প্রচার-প্রচারণা এবং মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজক কমিটি। কিন্তু শেষ মুহূর্তে করোনার প্রভাব পড়ল ওয়াজ মাহফিলে।

    বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তেওতাসহ আশপাশের এলাকার মুসল্লিদের মধ্যে কয়েকদিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

    মানিকগঞ্জে করোনা ভাইরাসের বাড়তি সতর্কতার জন্য বিদেশ ফেরত ৫৯ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ।


    প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০