Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নেতাকর্মীদের ঘেরাও, বাড়ি থেকে বের হতে পারেননি জসিম, প্রত্যাহারের সময় শেষ | Digonto News BD


  এম এ মেহেদি :: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ (৮ মার্চ) রবিবার, তবে সকাল থেকে নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বাসভবন ঘেরাও করে রাখেন তার নেতা কর্মীরা।

  মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে আজ (৮মার্চ) রবিবার  সকাল ৯ টা থেকে নেতাকর্মী ও অনুসারীরা তার বাড়ি ঘেরাও করে রাখে কোন ভাবেই বেরোতে পারেননি তিনি।

  বিকেল পর্যন্ত জসিম বার বার মনোনয়ন পত্র প্রত্যাহারের উদ্দেশ্যে যেতে চাইলে নেতাকর্মীরা তাকে ঘেরাও করে রাখেন, তাদের একটাই দাবি জসিমকে নির্বাচন করতে হবে, এসময় বেশ কয়েকজন নেতা কর্মী তাকে জড়িয়ে ধরে কান্না কাটিও করতে দেখা যায়। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শত শত নেতাকর্মীরা জহুরুল আলম জসিমের বাড়ির সামনে অবস্থান নেন।

  এ বিষয়ে জানতে চাইলে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড  কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম বলেন, দলের স্বার্থে এবং দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। নেতা কর্মীদের বোঝানোর চেষ্টা করেছি। তারা কিছুতেই আমাকে বের হতে দিচ্ছেনা।


  প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২০

  Post Top Ad