• সর্বশেষ আপডেট

    কুমিল্লায় যুবলীগ নেতা সাধন হত্যা মামলার আসামী ডাকাত খোকন ‘বন্দুকযুদ্ধে’ নিহত


    কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগ আহবায়ক খাইরুল আলম সাধন হত্যা মামলার অন্যতম আসামী ডাকাত খোকন কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ডিবি পুলিশ ও চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযানে ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

    নিহত ডাকাত খোকন (৪৫) বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়- জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারে সংঘবদ্ধ একটি ডাকাতদল মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেয়। সেখানে মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা সাধন হত্যা মামলার অন্যতম পলাতক আসামী খোকন রয়েছে।

    ওই সংবাদের ভিতিত্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চান্দিনা থানা পুলিশকে সাথে নিয়ে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষন করে। ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথটিম আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করে। এসময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়।

    এতে ডিবি পুলিশের কনস্ট্রেবল কনষ্টেবল মোল্লা আব্দুস সবুর ও সুমন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত খোকনকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) পরিমল চন্দ্র দাস জানান- ঘটনাস্থল হতে একটি দেশীয় তৈরী পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ,পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা,  দুইটি রামদা, একটি ছুরি একটা চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। অত্র ঘটনায় পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হচ্ছে।

    প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী (বুধবার) মুরাদনগর উপজেলা যুবলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন নারায়গঞ্জের চিটগং রোড থেকে একটি মাইক্রোবাস যোগে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়। ওই মাইক্রোবাসটি সংঘবদ্ধ ডাকাত সদস্যদের ছিল। ডাকাতদল তাকে হত্যা করে তার সকল মালামাল লুট করে মরদেহ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন মোস্তফাপুর এলাকায় ফেলে যায়। পরদিন বৃহস্পতিবার মরদেহ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ। পরে মামলাটির তদন্তভার নেন কুমিল্লা ডিবি পুলিশ। ডিবি পুলিশ যুবলীগ নেতা হত্যা মামলার রহস্য উদঘাটন করে।

    কুমিল্লা উঃ জেলা প্রতিনিধিঃরাজীব ইমাম

    প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০