• সর্বশেষ আপডেট

    করোনার ‘উৎপত্তিস্থল’ উহানে সুখবর


    সুখবর পাওয়া গেছে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়া উহান শহর থেকে। প্রাণঘাতী এই ভাইরাসের ‘উৎসস্থল’ হুবেই প্রদেশের রাজধানী উহানে এই প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। করোনা ভয়াবহ রূপ নেওয়ার পর এমন ঘটনা এটাই প্রথম।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুধু উহান নয়, পুরো চীনেই কমেছে নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চীন যে ভালোভাবেই লাগাম টানতে সক্ষম হয়েছে সেটা এখন স্পষ্ট।

    বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত উহানে আক্রান্তের সংখ্যা ছিল ১২৬ জন। আর শুক্রবার (৬ মার্চ) হালনাগাদ তথ্যে দেশটির স্বাস্থ্য কমিশন জানালো সংক্রমণের সংখ্যা শূন্য। তবে হুবেই প্রদেশের বাইরে নতুন সংক্রমণের সংখ্যা ১৭ এবং চীনের মূল ভূখণ্ডে ১৪৩ জন।


    প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২০