Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ফ্রান্সের অলিম্পিক ফুটবল দলে আছে এমবাপ্পে


  ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জেতা হয়ে গেছে ১৯ বছর বয়সেই।বিশ্বকাপের পর এবার অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান কিলিয়ান এমবাপ্পে। অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের স্বপ্নে বুঁদ হয়ে আছে কিলিয়ান এমবাপ্পে। 

  ২০২০ টোকিও অলিম্পিকে খেলার আগ্রহের কথা বহুবার জানিয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড। সেই স্বপ্ন পূরণের পথে প্রথম বাধা কেটে গেল।

  অলিম্পিক ফুটবলের জন্য ফ্রান্সের ৮০ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী এমবাপ্পে। এখান থেকে ২২ জনকে নিয়ে হবে চূড়ান্ত দল করা হবে। 

  অলিম্পিক ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখা যায় সর্বোচ্চ চারজন। বয়সের কারণে অলিম্পিকে খেলতে কোনো বাধা নেই এমবাপ্পের।

  সমস্যা অন্য জায়গায়। এ বছর অলিম্পিকের আগে রয়েছে ইউরো। কোনো ক্লাবই পিঠাপিঠি দুটি টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চাইবে না খেলোয়াড়দের।

  প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২০

  Post Top Ad