• সর্বশেষ আপডেট

    পবিত্র শবে মেরাজ ২২ মার্চ


    লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত, ইসলাম ধর্মমতে যে রাতে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা:) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেন।

    মুসলমানরা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি উদযাপন করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামায মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের বিধান নির্দিষ্ট করা হয়।

    gifs website

    বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেখা যায়নি। তাই বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে নতুন মাস শুরু হবে। সে হিসেবে ২২ মার্চ দিবাগত রাতে শবে মেরাজ পালন করা হবে। এর পরদিন ২৩ মার্চ থাকবে ঐচ্ছিক ছুটি।

    সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানিয়েছে।

    চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, সোমবার বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারাদেশে শবে মেরাজ পালিত হবে।

    প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০