• সর্বশেষ আপডেট

    র‍্যাগিং ফৌজদারি অপরাধ, মামলা হতে বাধা নেই: হাইকোর্ট


    নতুন বছরে নতুন আশা নিয়ে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। আর এর সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে র‌্যাগিং নামক অপসংস্কৃতি। র‌্যাগিং শব্দের অর্থ নাকি 'পরিচয়পর্ব'। কিন্তু বাস্তবে পরিচয়পর্বের নামে চলে মানসিক নির্যাতন।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

    এখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া যাবে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। ওই আইনে উত্ত্যক্তের পাশাপাশি র‍্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।

    রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় এ প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
    নবীন বরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র‍্যাগিং হয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এজন্য এটি বন্ধে কঠিন আইন করার কথা বলেন হাইকোর্ট।

    এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন আদালত।


    gifs website


    প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০