Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  শিক্ষা মোদের অধিকার  মযমনসিংহ থেকে মোঃ ফজলুল হক ভুইয়া;

  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেছেন, শিক্ষা মোদের অধিকার আর অর্থ দিবে শেখ হাসিনা সরকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার ও পোষাকের জন্য নগদ অর্থ প্রদান করা হবে। 

  গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা সমাবেশ ও শিক্ষকদের অংশ গ্রহণে মান সম্মত প্রাথিমিক শিক্ষা নিশ্চিতকরণে পৃথক সমাবশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। 

  উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিকের সভাপতিত্বে সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ ও চন্ডীপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, বিভাগীয় উপ-পরিচালক ময়মনসিংহের মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, শফিউল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল রহিম সুজন,পৌর মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া প্রমূখ।


  gifs website


  প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad