• সর্বশেষ আপডেট

    মনোয়ারা বেগম মনি'র বহিস্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল



    চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি'র বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

    বহিস্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস ও সম্পাদিকা সুলতানা আহমেদ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি গনমাধ্যমে পাঠিয়েছেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে মনোয়ারা বেগম মনি'কে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো।

    মাননীয় মহাসচিব বরাবর আবেদনের প্রেক্ষিতে মনোয়ারা বেগম মনি'র বহিস্কারাদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে বহাল করা হলো।

    প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের প্রশংসা করে দল থেকে বহিস্কার হয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিলেন মনোয়োরা বেগম মনি। 

    gifs website


    প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০