• সর্বশেষ আপডেট

    দেশ বিরোধী দুর্বৃত্তদের মোকাবেলা ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ


    দেশ বিরোধী দুর্বৃত্তদের মোকাবেলা ছিল সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে জয়ী হওয়ায় আজকে দেশ উন্নত হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

    মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জে এক সুধী সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন। ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের বিষয়ে কমিটেড। উন্নয়নের এ ধারা কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ যা বলে, তা করে। সরকারের একটাই লক্ষ্য, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা।’

    খালিদ বলেন, ‘সরকারের বড় চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক। বাংলাদেশ বিরোধী দুর্বৃত্তায়ন দমন করা ছিল বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে আমরা জয়ী বলেই, আমরা উন্নয়নের চ্যালেঞ্জে জয়ী হয়েছি। দারিদ্র্য মোকাবিলায়ও আমরা শেষ পর্যায়ে।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব বর্ষে আমরা যেমন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করব, তেমনি জাতির পিতার স্বপ্ন পূরণের উদযাপনও করব।’

    বোচাগঞ্জের হাটরামপুর ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন করে সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

    কলেজ পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা, জনস্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ এবং উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় একই মঞ্চ থেকে উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন। উপজেলার পরমেশ্বর পুরে, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন প্রকল্পের সীমান্ত নদী সংরক্ষণ কাজের উদ্বোধন করেন।

    gifs website


    প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০