Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  সাড়ে চারশো কোটি টাকার লোভনীয় প্রস্তাব, প্রিয় বার্সেলোনা ছেড়ে যেতে পারে মেসি!


  মেসিকে সাড়ে চারশো কোটি টাকার লোভনীয় প্রস্তাব! তাতে কি সায় দেবেন লিওনেল মেসি! প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও কি যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? এতগুলো প্রশ্নের উত্তর পেতে কিছুদিন সময় লাগবে বটে। তবে ইউরোপিয়ান ফুটবলে কান পাতলে শোনা যাচ্ছে, এবার হয়তো মেসি ঘরবদল করবেন! তবে মেসির বার্সেলোনা ছাড়ার কারণ আসলে লোভনীয় আর্থিক প্রস্তাব নয়। অন্তর্দ্বন্দ্ব। 

  gifs website


  বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। জানা যাচ্ছে, সেই কারণে মেসি নাকি বার্সার নতুন চুক্তির প্রস্তাব নাকচ করেছেন। আর এমন পরিস্থিতির সুযোগ নিতে চায় ম্যাঞ্চেস্টার সিটি। এর আগেও মেসির ম্যান সিটিতে যাওয়ার খবর রটেছিল। তবে শেষমেশ সেই গুঞ্জন সত্যি হয়নি। মেসি বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন। এবারও কি শেষমেশ তাই হবে! ইউরোপের সংবাদমাধ্যম জানাচ্ছে, এবার ম্যান সিটি কোমর বেঁধে নেমেছে।


  প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২০

  Post Top Ad