• সর্বশেষ আপডেট

    আবার সানরাইজের অধিনায়ক ওয়ার্নার


    দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং করে জাতীয় দল ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার। দলকে নেতৃত্ব দিতে পারবেন না বলেও শর্ত জুড়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিশ্বের অন্যান্য লিগে নেতৃত্ব দিতে কোন বাঁধা ছিল না ওয়ার্নারের। এর আগে বিপিএলে সিলেটের অধিনায়ক ছিলেন তিনি। এবার আবার আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিলেন ওয়ার্নার।


    gifs website

    অজি ওপেনার ওয়ার্নার ২০১৬ সালে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান। ২০১৮ সালের আইপিএলে তাকে খেলতে দেয়া হয়নি নিষেধাজ্ঞার কারণে। সর্বশেষ আসরে হায়দরাবাদের হয়ে মাঠ মাতালেও নেতৃত্ব দেননি তিনি। কেন উইলিয়ামসন ছিলেন অধিনায়কের দায়িত্বে। এবার আবার নেতৃত্বে ফিরছেন ওয়ার্নার।

    নেতৃত্ব পেয়ে অজি ওপেনার বলেন, ‘আগামী মৌসুমে আইপিএলে নিজের দলকে নেতৃত্ব দিতে পারবো জেনে আমি উচ্ছ্বসিত। আমাকে আবার এই দায়িত্ব দেওয়ায় দলের কাছে আমি কৃতজ্ঞ। সঙ্গে আমি ধন্যবাদ দেব কেন উইলিয়ামসন এবং ভুবনেশ্বর কুমারকে। গত দুই বছর দলকে তারা দারুণ নেতৃত্ব দিয়েছেন। এই বছর আবার আইপিএল শিরোপা উচিয়ে ধরার সর্বোচ্চ চেষ্টা করবো আমি।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০