• সর্বশেষ আপডেট

    বিদেশ থেকে কেউ আসলেই পরীক্ষা-নিরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী


    চীনের উহানে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থী নিজ খরচে দেশে ফিরতে চান, তাদের বিষয়ে করণীয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিষয়টি সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে।  

    gifs website

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশের বাইরে থেকে যে কেউ এলে তাদের প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা চিকিৎসার দিকে বেশি জোর দিচ্ছি এবং ব্যবস্থাপনার দিকেও জোর দিচ্ছি। তাই চায়না থেকে তাদের ফিরিয়ে আনা হবে কি না সে বিষয়ে সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন থেকে যেকোনো ব্যক্তি আসুক, তাকে পরীক্ষা করা হবে। বিশেষ করে উহান থেকে যারা আসবে তাদের আমরা ১৪ দিনের অবজারবেশনে রাখব। এবং সেখানে তাদের পরীক্ষা করে নিশ্চিত হয়ে ছাড়ব।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০