• সর্বশেষ আপডেট

    বিশ্বকাপ খেলতে নারী ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায়

    আগামী ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।  তবে, বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। এদিন পার্থে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

    gifs website

    মূলত অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই একটু আগেভাগে সেখানে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে সালমা খাতুনরা পাঁচটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন। এর মধ্যে দুইটি আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ।

    গত দুই আসরে কোনো জয় পায়নি টাইগ্রেসরা। তাই এবারও বড় স্বপ্ন দেখার সুযোগ নেই সালমা-জাহানারাদের। তবে, নিজেদের শক্তির জায়গা কাজে লাগিয়ে ম্যাচ জয়ের কথা জানিয়ে গেছেন অধিনায়ক সালমা খাতুন।


    প্রকাশিত: মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২০