• সর্বশেষ আপডেট

    আকাশ মেঘলা,দেশের যেসব এলাকায় বৃষ্টির আশংকা রয়েছে



    খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আগামী ২৪ ঘণ্টা পর আর বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক দিনের মধ্যে দেশে আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পর আবারো তাপমাত্রা হ্রাস পাবে এবং তা ১১/১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

    রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

    সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    gifs website


    প্রকাশিত: রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২০