• সর্বশেষ আপডেট

    অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিন, খাদের কিনারে ব্রাজিল


    দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। তবে পরাশক্তি ব্রাজিলের ভাগ্য এখনো ঝুলে রয়েছে।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বুকারামাঙ্গার কলম্বিয়ান সিটিতে প্রি-অলিম্পিক টুর্নামেন্টে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চার দলের রাউন্ড রবিন লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে তারা জায়গা করে নেয় অলিম্পিকের মূল পর্বে। আগের ম্যাচে উরুগুয়েকে ৩-২ গোলে হারায় আলবিসেলেস্তেরা।

    চার বছর আগে ঘরের মাটিতে অলিম্পিকে স্বর্ণ জিতেছিলো ব্রাজিল। তবে এবার এখনো পর্যন্ত মূল পর্বের টিকিট তারা নিশ্চিত করতে পারেনি। আর অলিম্পিক নিশ্চিত করতে হলে রোববার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আর্জেন্টিনাকেই হারাতে হবে তাদের। কারণ, নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে  কলম্বিয়ার সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে একই ব্যবধানে (১-১) ড্র করেছে তারা।

    gifs website


    প্রকাশিত: শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২০