• সর্বশেষ আপডেট

    অশোভন আচরণে জন্যে শাস্তি পেলেন আল-আমিন


    শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দেয়া হয়েছে ডান-হাতি পেসার আল-আমিন হোসেনকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে দক্ষিণাঞ্চলের হয়ে খেলার সময় অশোভন আচরণ এবং অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ এনে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।

    gifs website

    চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মঙ্গলবার বিসিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দক্ষিণাঞ্চল। এই ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলের সঙ্গে আক্রমণাত্মক আচরণের অভিযোগ উঠেছে আল-আমিনের বিরুদ্ধে। ফলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। 

    বোর্ডের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে বাজে ভাষাও ব্যবহার করেছেন আল-আমিন। যা ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল-১ এর অপরাধ।

    এই ধরণের অপরাধের নূন্যতম শাস্তি আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি পেয়েছেন তিনি। অপরাধ স্বীকার করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই বোলার। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

    প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০