• সর্বশেষ আপডেট

    ২৫তম স্প্যানে দৃশ্যমান পদ্মা সেতুর পৌনে চার কিলোমিটার | Digontonewsbd.com


    পদ্মা সেতুর ২৫তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। শুক্রবার শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে স্প্যানটি। এর ফলে প্রমত্তা পদ্মায় স্বপ্নের সেতুর তিন হাজার ৭৫০ মিটার (পৌনে ৪ কিলোমিটার) দৃশ্যমান হলো।

    এর আগে চলতি মাসের ১১ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৪তম স্প্যানটি বসানো হয়। এর ১০ দিনের মাথায় বসল ২৫তম স্প্যান।

    এর আগে সকাল সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে ২৫তম স্প্যান ২৯ ও ৩০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয়।

    শুক্রবার বেলা তিনটার দিকে ‘৫-ই’ আইডি নম্বরের স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে বলে জানিয়েছেন সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।

    gifs website


    প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০