• সর্বশেষ আপডেট

    এই সরকারের আমলে আমরা নাগরিক থেকে প্রজায় পরিণত হয়েছি - অধ্যাপক মইনুল হাসান

    গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান


    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে গত শুক্রবার রাতে পারগয়রা গ্রামে ভূরিভোজ হয়েছে। আয়োজনে ছিল ভুরিভোজ, র‍্যাফল ড্র ও আলোচনা সভা। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় ১০ হাজার লোক অংশ নেন

    গত শুক্রবার সকাল থেকে আয়োজন শুরু হয়। ভোজে গরু, মহিষ ও খাসির মাংসের পদ ছিল। রাত সাড়ে আটটার দিকে খাওয়াদাওয়া শুরু হয়। শেষে র‍্যাফল ড্র হয়। এতে ৪৬ জনকে পুরস্কার দেওয়া হয়। ভোজ শুরুর আগে রাত আটটার দিকে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।

    ছবি: প্রথম আলো
    সভার শুরুতে জেলা বিএনপির সভাপতি প্রধানঅতিথী মইনুল হাসান বলেন, ‘এই সরকারের আমলে আমরা নাগরিক ও ভোটের অধিকার হারিয়েছি। নাগরিক থেকে প্রজায় পরিণত হয়েছি। আমাদের মনে সব সময় অদৃশ্য বেদনা কাজ করে। প্রতিদিন আমাদের নিপীড়ন ও মামলা-হামলার মধ্যে জীবন যাপন করতে হয়। এর মধ্যেও আপনাদের উপস্থিতি আমাকে উজ্জীবিত করেছে।’

    সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মইনুল হাসান বলেন, ‘এই সরকারের আমলে আমরা কেউ ভালো নেই। ভালো নেই দেশের মানুষ। আপনাদের উপস্থিতি আমাকে উজ্জীবিত করেছে। এখন সংগঠিত হওয়ার সময় এসেছে। সংগঠিতভাবে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে হবে।’

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বলেন, ‘ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সুচিকিৎসা হচ্ছে না। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে যেভাবে আপনারা সংগঠিত হয়েছেন, এভাবে সুসংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে।’

    gifs website


    প্রকাশিত: রবিবার, ০২ ফেব্রুয়ারির, ২০২০