অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠান পরিষদ গঠিত
অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠান পরিষদ গঠিত মাহতাব উদ্দীন চৌধুরী আহ্বায়ক, শেখ মুজিব আহমেদ সদস্য সচিব
চট্টগ্রাম: ২ ফেব্রুয়ারি ২০২০ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গৌরবময় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরষ্কারে ভূষিত সাবেক সংষদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরেণ্য সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠান পরিষদ-২০২০ এর উদ্যোগে ।
গত শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল আলম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও লেখক শেখ মুজিব আহমেদ। এতে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সফর আলী,বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দ্দার, বীর মুক্তিযোদ্ধা সওকত হাফিজ খান রুমু,মুক্তিযোদ্ধা আবুল কাসেম ছিসতি, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক,আলহাজ্ব শফিকুল ইসলাম, চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, জাবেদুল আলম সুমন, এড. সৈয়দ মো: খোরশেদ আলম, লিটন রায় চৌধুরী,এস এম মামুনুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, নগর ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন কুতুবী, সংস্কৃতি কর্মীকবি সজল দাশ, রূপম মুৎসুদ্দী টিটু প্রমুখ।
সভায় আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২০ বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট ল্যাবরেটরী হলে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সভায় সর্বসম্মতিক্রমে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরীকে আহ্বায়ক, তরুণ প্রজন্মের লেখক ও প্রাবন্ধিক শেখ মুজিব আহমেদকে সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল আলম শিমুলকে প্রধান সমন্বয়কারী করে ৭১ সদস্য বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণানুষ্ঠান ২০২০ পরিষদ গঠন করা হয়।
প্রকাশিত: রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২০