• সর্বশেষ আপডেট

    চালু হল হোয়াটসঅ্যাপে ডার্ক মোড, এর সুবিধা দেখে নিন



    হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার। মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের পর এ বার হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করল ফেসবুক। একটা ক্লিকেই এ বার পুরোপুরি রূপ বদলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে। এতদিন যেখানে কোনও হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের উপর বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতেন আপনি, এ বার সেটাই হয়ে যাবে গাঢ় কালো।

    তবে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড চালু করলেও, এখনই এই সুবিধা সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পাচ্ছেনা। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ক্ষেত্রেই গ্রাহকেরা এই সুবিধা পাবেন। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করে তা সক্রিয় করতে হবে।

    হোয়াটসঅ্যাপে ডার্ক মোড সক্রিয় করবেন কী ভাবে?


    *ফোনে ডার্ক মোড সেটিংসের জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করতে হবে।

    *তারপর হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।

    * সেটিংসে চ্যাট অপশনে ক্লিক করুন। দেখবেন থিম বলে একটি অপশন দেখাবে ফোনে।

    * এই থিম থেকেই ডার্ক অপশন বেছে নিতে হবে।

    *এই পদ্ধতিতে ধাপে ধাপে এগোলেই ব্যবহারকারী ডার্ক মোডের সুবিধা পেয়ে যাবে তাঁর ফোনে। এউ ক্ষেত্রে মেসেজের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কালো হবে আর মেসেজগুলো সবুজ বাবলের মধ্যে দেখা যাবে।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০