• সর্বশেষ আপডেট

    চট্টগ্রামে নৌবাহিনী ঈসা খানে মুজিববর্ষ ক্ষণগণনা উদযাপন।



    চট্টগ্রাম নৌ কমান্ডার অঞ্চলের ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচী পালন করা হয়েছে। 

     জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রাম নৌঘাঁটির নামকরণ করেন বিএনএস ঈসা খান। 

     শুক্রবার ১০ জানুয়ারি ২০২০ সেই বানৌজা ঈসাখান এর প্রধান ফটকে মুজিববর্ষ ক্ষণগণনা কর্মসূচী পালন করা হয়।

     অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,  রিয়ার এডমিরাল এম আবু আশরাম।
     এতে  আরো  উপস্থিত ছিলেন   নৌবাহিনী ও সমরিক অসামরিক কর্মকর্তা নৌ সদস্যসহ  নৌবাহিনীর পরিচালিত বিভিন্ন  স্কুল  কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

    দেশব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদযাপন অংশ হিসেবেই চট্টগ্রামে এ কর্মসূচী  আয়োজন করা হয়।

     অনুষ্ঠানে  শত শত  বেলুন ও পায়রা উড়ানোর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসহ বিভিন্ন সময়ের প্রমাণ্যচিত্র ও ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শিত হয়।

     বেতিক্রমী এ  অনুষ্ঠান উপভোগ করতে সকল নৌ সদস্য'র পাশাপাশি এলাকার সাধারণ  জনগণ  ভিড় জমায়।

    জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার ইতিমধ্যেই ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষনা করে। এম এ মেহেদি চট্টগ্রাম।


    প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০