• সদ্যপ্রাপ্ত সংবাদ

    মধ্যরাতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল


    আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাত থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে ,ঢাকা দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে বন্ধ থাকবে ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন চলাচল।


    gifs website
     ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এ নির্বাচনের জন্যই ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

    অন্যদিকে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ইঞ্জিনচালিত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ভোটের দিন সন্ধ্যা ৬টা থেকে আগের মতোই সব পরিবহন স্বাভাবিক ভাবে চলতে পারবে।


    প্রকাশিত: বৃহস্পতিবার,  ৩০ জানুয়ারি, ২০২০