Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  কারাগারে অসুস্থ বন্দীকে বাঁচাতে আরেক বন্দীর আর্তনাদ মিশরে (ভিডিও)
  মিশরের কারাগারের ভিতরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একজন বন্দী গুরুতর অসুস্থ হওয়ায় আরেক বন্দী চিৎকার করে কারারক্ষীকে ডেকেও কাউকে পাচ্ছেন না। ভিডিওটিতে ওই বন্দীদের দেখা না গেলেও বদ্ধ দরজার ভেতর থেকে, গার্ড গার্ড বলে চিকৎকার করতে শোনা যায়।

  ভিডিওটি প্রথমে তুরস্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা 'উই রেকর্ড' এর হাতে পৌঁছায়। সংস্থাটি জানান, এই ভিডিও দেখেই বোঝা যায় মিশরের কারাগার গুলোতে বন্দীদের অবস্থা কতখানি ভয়াবহ।

  এদিকে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মিশরের কারাগারে বন্দীদের অবস্থা ভয়াবহ। বন্দীদের এমন কারা প্রকোষ্ঠে রাখা হয় যেখানে ঠাঁয় দাঁড়ানোরও জায়গা থাকে না। কারাগারের প্রায় প্রতিটি সেলই নোংরা এবং অপর্যাপ্ত খাবার দেয় হয় বন্দীদের। এছাড়া শীতে গরম পোশাক দেয়ার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এতে বন্দীরা এই সময় প্রায় রোগে আক্রান্ত থাকে বলে জানায় তারা।  প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০

  Post Top Ad