• সর্বশেষ আপডেট

    বাগদাদের মার্কিন দূতাবাসে ফের মিসাইল হামলা


    যুক্তরাষ্ট্র বাহিনীর হামলায় ইরানি জেনারেল সোলাইমানির মৃত্যুর পর থেকে বিশ্বজুড়ে বিরাজ করছে এক চাপা আতঙ্ক। ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার পর চরম উৎকণ্ঠায় আমেরিকা। এমন অবস্থায় বাগদাদের মার্কিন দূতাবাসের দিকে উড়ে এল পরপর তিনটি মিসাইল।


    বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাসে কাছে এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অল্পের জন্য বেঁচে গেছে মার্কিন দূতাবাস। খবর ডেইলি সাবাহ’র।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,  ছয়টি কাতিউশা মডেলের রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তিনটি গ্রীন জোনে এবং বাকি তিনটি রকেট কাছাকাছি জাদরিয়া এলাকায় আঘাত হেনেছে। পুলিশ জানিয়েছে, এসব হামলায় ছয়জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, সামান্যর জন্য বেঁচে গিয়েছে মার্কিন দূতাবাস।

    বাগদাদ বিমানবন্দরে সম্প্রতি হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। দুই দেশই একে অপরকে হুমকি দিচ্ছে। সোলায়মানি হত্যার কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদের মিনারে তারা যুদ্ধপতাকাও উড়িয়েছে।


    প্রকাশিত: সোমবার, ০৬ জানুয়ারি, ২০২০