• সর্বশেষ আপডেট

    বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার




    ঝালকাঠিতে কৃষকের মাঠদিবস পালিত

    মোঃ আল-আমিন,ঝালকাঠিঃ- ঝালকাঠির নলছিটিতে খরিফ-২/২০১৮-১৯ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে আমন ধান (ব্রি ধান ৭৬) প্রদর্শনীকে কেন্দ্র করে কৃষকের মাঠ দিবস পালিত হয়েছে। 

    মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায়কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডহরা গ্রামের অনুষ্ঠান হয়।

    অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ  অফিসার ইসরাত জাহান মিলি তাঁর বক্তাব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। 

    এ গ্রামের সকল অনাবাদি জমির রানা বন পরিষ্কার করে আমন চাষ করতে হবে। আমন ধানচাষে আপনাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন উপজেলা কৃষি অফিস দিতে প্রস্তুত রয়েছে।   

    তিনি বিষমুক্ত সবজি উৎপাদন, উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেন। স্থায়ী কৃষক দেলোয়ার হোসেন   মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. হারুনআর-রশিদ আকন, কুশঙ্গল ইউনিয়ন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শহিদ উদ্দিন তালুকদার, প্রমুখ।


    প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০